প্রবাসী ছন্দে মজনু মিয়া (বাংলাদেশ)
তোমার অভাব
মনটা আমার ভেঙে গেছে
বুকটা হইছে নদী,
বুঝতে তুমি জানতে তুমি
ভালোবাসতে যদি।
কত দিনের চাওয়া বুকে
আমার শুধু একা,
তোমার সমান চাওয়া থাকলে
পাইতাম তোমার দেখা।
অনল চোখে মনের শোকে
বুকে চাপি কান্না,
তুমি ছাড়া বুকে জ্বলে
জীবনের প্রেম রান্না।
0 Comments.