অণুগল্পে স্নেহদিয়া গৌরী
দুষ্টু মিষ্টি প্রেম
শুভ----শুভ সকাল
নিলা----শুভ সকাল ২
শুভ----কাল রাতে আমি অনলাইনে ছিলাম না।এতো রাত তুমি অনলাইনে কি করেছো??
নিলা----ফ্রেন্ড দের সাথে কথা বলছি।
শুভ----আযিব মেয়ে তো তুমি।ফ্রেন্ড দের সাথে কথা বলছো তাই বলে এতো রাত.......!আমার তো মাঝে মাঝে মনে হয় তুমি অন্যন্য কারো সাথে টাংকি মারো।
নিলা---এই তুমার ভালো বাসা।আমার উপর কি এই টুকু বিশ্বাস নেই তুমার?
শুভ----জানি না।তবে আজ এটা বুঝতে পারলাম,,আমি না থাকলে ও তুমার কোন সমস্যা হবে না।
নিলা---মানে?
শুভ---আমি না থাকলে তুমি তুমার ফ্রেন্ড দের সাথে ভালো ভাবে আড্ডা করতে পারবে।
নিলা---সামান্য বেপার নিয়ে এতো রেগে যাওয়ার কি আছে।যাও এখন থেকে আমি আরো বেশি করে আড্ডা মারবো (অভিমান করে)
শুভ---হে তাই করো।আমি চলে যাবো তুমার জীবন থেকে।
নিলা----তুমি কেন যাচ্ছো,, আমিমি নিজেই চলে যাচ্ছি তুমার জীবন থেকে।ভালো থেকো।
তার পর নিলা অফলাইনে চলে গেলো।
(এক ঘন্টা পর)
শুভ---সরি
নিলা---কেনো...
শুভ---ঝগড়া করছি তাই।
নিলা---লাগবে না সরি বলার
শুভ---আমি তুমাকে ছাড়া থাকতে পারবো না সোনা।প্লিজ অনলাইনে আসো।
নিলা---না আসবো না।খালি খালি অযথা রাগ দেখাও আমার উপর।
নিলা---আর কোন দিন ও নিলা নামের কেউ তুমার উপর রাগ দেখাবে না।
শুভ---রাগ না করলে কি হবে,,আমার জান পাখি রাগ করবে
নিলা---কে তুমার জান পাখি???
শুভ--তুমি আমার জান পাখি....
নিলা----আহারে,,,আমি কারো জান পাখি না।
শুভ----কি বললা,,ওকে ফোন রাখলাম,, আর কখনো বলবো ন তুমি আমার জান পাখি।
নিলা----এই না সোনা রাগ করো না।আই লাভ ইউ সোনা।
শুভ----কিন্তু আই হেট ইউ ফাজিল
(অনেক সময় হেট ইউর মাঝে ও লুকিয়ে থাকে ভালো বাসা। যা শুধু প্রিয় মানুষ গুলো অনুভব করতে পারে।)
0 Comments.