Thu 18 September 2025
Cluster Coding Blog

কবিতায় পদ্মা-যমুনা তে আলতাফ হোসেন উজ্জ্বল

maro news
কবিতায় পদ্মা-যমুনা তে আলতাফ হোসেন উজ্জ্বল

কিছু পঙতি

পার্থিব জগৎ শূন্য স্থান কখনোই নয় মোটেই প্লাস, আগুন্তকঃ আমি,তুমি আমরা এ-ই ভূমন্ডলে বিচরণ সন্তরণে বাঁধা! কেউবা কাকতি কেউবা ইন্সটল, সত্ত্ব মোকদ্দমার রায় পায় হাতির শুর দ্বারা সিংহাসন। হতে পারে রুষ্ট সহকর্মীরা তারচেয়ে ঢেড় বেশি গগনাম্বু ; ইচ্ছামতো যায় না চলা এই ধরায়, থুবড়ে পড়ে আঙুলের ছোঁয়ায় লিখছি কবিতা বই, মেঘলাদিন লিপিবদ্ধ ছোঁয়ায়, জানি অথর্ব হবে, পৌছে যাবে না, তাই লিখছি যতটুকু সময় হাতে পাই, লিখি চলন্ত রেলগাড়ী বগিতে আঙ্গুল তুলে, পৃথিবীর সেই মানুষীর রূপ - যারা সুযোগ সন্ধানী চিন্তালব্ধ সূক্ষ্ম তন্তুর কাপড়ে দাগ কেটে নিজের আখের গুছায়: ঘৃণ্য আস্ফালনের তা বিরুদ্ধে, কোনো পথিকের মুক্ত মালা শতসহস্র অভিমানের কিছু পঙতি।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register