Wed 24 September 2025
Cluster Coding Blog

T3 || ১লা বৈশাখ || 26য় নাসির ওয়াদেন

maro news
T3 || ১লা বৈশাখ || 26য় নাসির ওয়াদেন ১| তোমার সঙ্গে আমার দ্বন্দ্ব মোটেই নয় তুমি ভালো, আমিই মন্দ সত্যের জয়। ২| মানব দেহেই পঞ্চভূতের চিন, অক্ষয় পঞ্চভূতেই এই দেহ বিলীন কু-র পরাজয়। ৩| পাঁচের ধ্যানে জীবন সাধা ম-এ-ই ঘুঘু চড়ে পঞ্চবী ডালেই নিয়তি বাঁধা ওতেই কপাল পোড়ে। ৪| যশ,খ্যাতি, সম্মান মেলে ভাল কাজে ভালো মানুষ পায় মান সকালে এবং সাঁঝে ৫| তর্ক বিতর্ক সবই চাই তবে যুক্তির সাথে ভাই ভাই হয় ঠাঁই ঠাইঁঁ অতি ঠুনকো-তে। ৬| আদাজল খেয়ে লাগো জনগণের হিতে প্রভাত আলোয় জাগো নাও মন জিতে। ৭| কাঁচা কাজ করে থাক ভুল তার মাঝে, ভেবে যারা করে নাকো অ-মান্য সমাজে। ৮| কালিদাস বলেছিল ধাঁধার খেয়ালে কোন লাঠি এত রসাধার কি যাদুবলে। ৯| নারী হয় জ্ঞানবতী সুখের সংসার, পুরুষ পরম পতী নারীর অহংকার। ১০| নারী-পুরুষ দুইজনে ধরে যদি হাল, সে সংসারে সুখ এনে ভরে তোলে কপাল।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register