Wed 24 September 2025
Cluster Coding Blog

T3 || ১লা বৈশাখ || 26য় অঞ্জলি দেনন্দী, মম

maro news
T3 || ১লা বৈশাখ || 26য় অঞ্জলি দেনন্দী, মম

১| করবী

আমার দিল্লীর ছাদে গোলাপী করবী যত ফুটেছে। পবন দোলে ওরা অবাধে। তারা আহ্বান জানায় চৈতী-পূর্ণিমার চাঁদে। সবেমাত্র সে গগণে উঠেছে। জ্যোৎস্না ছড়ায় ও কত সাধে। আমার করবী যত গায়ে মাখে আলহাদে। আনন্দ-পরশে বাঁধে। আমার ছাদে পবন এলোপাতাড়ি ছুটেছে। করবীদের মন সেও লুটেছে। আমার করবী যত চাঁদালো আর পবনের বড় আদোরের। সকলেই পিয়াসী রাতের চাদরের।

২| বেল ফুলের মালা

পিঠের ওপরে লম্বা বেণী, আমার। জড়ানো তাতে বেল ফুলের মালা। পঁচিশে বৈশাখে আমি সাজি। যুগে যুগে যুগে এ উৎসব নয় থামার। রবি কবির প্রতি যে প্রেম ঢালা। বড় পুণ্যের দিন আজই। রশ্মি ঐ গগণের রবি মামার। ধরায় সে রশ্মি মেখে রবি ঠাকুরের জন্মদিন পালা। ফাটাই আবার রাতে পটাকা-বাজি।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register