- 4
- 0
নীপাঞ্জনা তুমিতো আমার মরুময় বুকে তৃষ্ণার জল, অনিন্দ্য ভালোবাসায় যে স্বপ্ন দেখিয়েছো, ভালোবাসা সেতো অবিনাশী পাওয়া যা তুমিই আমায় দিয়েছো, আনন্দ বাতাসে ভেসে আসে গান আমি আনন্দিত হই ছুঁয়ে ভালোবাসা।
নীপাঞ্জনা অবিরাম সুখ ছুঁয়ে দেখতে চেয়ে ফিরে আসি তোমারই কাছে, অনন্ত পথে এখন আর আমি একা নই তুমিও পাশে, ভালোবাসায় যদি পরাজিত হয়ে থাকি সেটাইতো জয়ী করে আমাকে তোমাকে।
নীপাঞ্জনা স্বপ্ন সুখে তোমাকে আবিষ্কার করি কবিতার মতো উচ্চারিত হই সত্য এবং সুন্দরে, এগিয়ে চলে জীবন তখন এগিয়ে আসো তুমি জীবন জয়ের গানে।
0 Comments.