Thu 18 September 2025
Cluster Coding Blog

সাপ্তাহিক ধারাবাহিক উপন্যাসে সোনালি (পর্ব - ৭২)

maro news
সাপ্তাহিক ধারাবাহিক উপন্যাসে সোনালি (পর্ব - ৭২)

পুপুর ডায়েরি

৭৩ রথযাত্রার সেকাল একাল, কেবলই হিসেব করি। এই মনে পড়ে যাচ্ছে ২০২১ সালের বারোই জুলাইয়ে রথ দেখার গল্প। দূরদর্শনের পটে নন্দীঘোষ, তালধ্বজ মাঝে দর্পদলন। পশ্চাৎপটে বর্ষার ঝিরিঝিরি ঝমঝম। তরুণ মুখুজ্জেবাবু, শ্রী সর্বজিৎ মুখোপাধ্যায়কে জিগেস করি, রথ বলতে মিলেনিয়াল এবং আরও পরের মানুষ কি ভাবে ? তিনি বিশ পেরিয়ে এসেছেন বেশ কিছুদিন হল। যাকে বলে তরুণ তুর্কী। লিখে দিলেন খসখস করে। কোভিড কালে রথ এবং ভারচুয়াল প্রেম ঃ যাবার বেলায় পিছুটান কেন, সবার হাত কি নেই? দর্প দলন হবে যদি, চাকা ঘোরে কেন নীরবেই? দেখবে বলেই খুব যে গরীব, সেও বসে আশা নিয়ে টেলিভিশন টি আর পি বাড়ায় সে মুখের ছবি দিয়ে। "পাব্লিক অ্যাকসেশ " হবে বলেই ত বুড়ো পোহায় ঝকমারি বিশ্বাস নিয়ে শহীদ আর নয়, ক্লান্তির মহামারী। কত বছর যে কেটে গেল তবু সময় : দ্রৌপদীর সে শাড়ি তাও নজীর চাই বিশ্বাসের কেবা আগে প্রাণ করিবেক দান তারি লাগি তাড়াতাড়ি। বেশ চমকিত হলাম। কালের রথযাত্রার ধ্বনির ফাঁকে দিব্যি ত পুরাণ মহাকাব্য আধুনিক বিপ্লব, এমনকি বাঙালির নৈকষ্য বৈশিষ্ট্য, ফাজলামি মাখা ; " পান "- এর রস ও ঝিকঝিক করে জ্বলছে। রথের দড়িটা একদিকে আমরা ধরে বটে, এগিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু ওরাই। তাই দীনবন্ধু জগন্নাথকে প্রণাম জানিয়ে, তাঁকেই পরিয়ে দিলাম প্রেমের জন্য তুলে রাখা মালাখানা। তিনি ত পুরুষোত্তম, এর কদর বুঝবেন। তারপর, সঙ্গে, যোগ করে ফেললাম, আমাদের মানে, পঞ্চাশের পথ পেরিয়ে ষষ্ঠ দশকের রশি ছোঁয়া মানুষদের কথা। রথযাত্রা বর্ষা আর বাদলের স্নানযাত্রা এবারেও এলো। বিষন্ন ধরিত্রীপুরে ঈশ্বরের কোয়ারান্টাইন। মনে মনে উসখুস,ল্যাংড়া,হিমসাগর, ফজলি, নানান অমৃত পাঁপরভাজার রথ, মনে মনে যুঁইয়ের বাসর.. মেলা ; কার সঙ্গে মেলা? ফোনে আর মনে মনে ছবি। গান, কানে হেড ফোন, শোনো দিন যাপনের ঢেউ, বান । দুরন্ত একান্ত প্রেম, মুখোসেও ভিজে আসে সুখে। রুপো মেখে নিলে চুলে, বুকের গভীরে দিন গোনো সময়ের রথযাত্রা, রশি হয়ে বেঁধে রাখে কাল। দিশাহারা ঘর খোঁজে, গতি ক্রমে স্লথ হয়ে আসে অতীত ও বর্তমান, জীবনের সমান্তরাল। চলল ছুটে রথ। শুনতে পেলে কী চাকার আওয়াজ?
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register