T3 || শ্যামা আমার || দীপাঞ্জলী সংখ্যায় সুপ্রভাত মেট্যা
এই অন্ধকার চায়নি সে জীবন
এই অন্ধকার চায়নি সে জীবন।
চেয়েছিল, যেটুকু আলো তার ভাগে জুটে আসে,
ভাগ করে নিয়ে, অন্য কারও কারও ঘরে,
হাসি ফুটিয়ে তুলবে সে,
কাটিয়ে দেবে বেলা।
চেয়েছিল, হাতের পরিষ্কার মাপের একটা লাঠি হোক তার;
যা দিয়ে সে কলম বানিয়ে নেবে,
চলার পথে যদি কোনও দেওয়াল আসে,
লিখে দেবে সে লাশের কবিতা।
রক্ত ঝরে যাওয়া বিষন্ন বিকেলবেলায়
কথা হারিয়ে বসে থাকবে পথে।
তবু কাউকে আলো-ই চাইবে না।
এই নীরবতা, তাকে নাকি সাফল্য এনে দেবে!
এই অন্ধকার তাকে কি মানুষ দেখাবে কখনও?
0 Comments.