আন্তর্জাতিক || পাক্ষিক পত্রপুট || এ বিশ্বজিৎ কর
আর কত!
কত কথা শুনে চলেছি -
সব বুঝতে পারি না!
কেন যে সবাই কথা বলে!
কত কিছু দেখে চলেছি -
সব মনে দাগ কাটে না!
কেন যে সব চোখে পড়ে!
মিথ্যার জাল বুনছে কথা -
সাজানো ঘটনায় ছবি রঙিন -
পৃথিবীতে এ কোন্ পৃথিবী!
বাতাসে গাছের পাতা নাচছে কই?
আর্ত্তনাদ, হাহাকার, অট্টহাসিতে -
পাখির গান শোনা যায় না!
আর কত কবিতা লেখা চলবে?
0 Comments.