কবিতায় সুমা গোস্বামী
এ শহর চিনতে শেখায়
এ শহর চিনতে শেখায়
সব শব্দের উল্লাস
কখনো প্রতিবাদের শব্দ
কখনো বা ভালোবাসার শব্দ
এ শহর চিনতে শেখায়
সব রঙের কোলাজ
কখনো ঘৃণার রঙ
কখনো বা প্রেমের রঙ
এ শহর চিনতে শেখায়
সব গন্ধের উচ্ছ্বাস
কখনো হিংসার গন্ধ
কখনো বা সোহাগের গন্ধ
এ শহর চিনতে শেখায় .......
সব কিছুই চিনতে শেখায় ......
0 Comments.