Thu 18 September 2025
Cluster Coding Blog

কবিতায় পদ্মা-যমুনা তে আলতাফ হোসেন উজ্জ্বল (গুচ্ছ কবিতা)

maro news
কবিতায় পদ্মা-যমুনা তে আলতাফ হোসেন উজ্জ্বল (গুচ্ছ কবিতা)

১। ঠোঁট মুখ মসৃণ মায়া

এ-ই তো মৃত্তিকা, এই আঙিনায় শতসহস্র শুভাকাঙ্ক্ষী ভিড়ে মধুতে ভিন্নতা খুঁজি তোমার ঠিকানা : এযেন রক্তজবা - রঙের ছোঁয়া থুতণি - রসময়ী ষষ্ঠী আবেগ, তোমারই --অনুভূতি প্রকাশ নিরবচ্ছিন্ন! মঞ্জিল তুমি - ধাবমান তুষারজল অক্টোপাস শিকারে আমি! চিত্রটি অমৃত লাল ঠোঁট - সকল কিছু হার মানে তোমার মর্হুতের আবেশ। অনুভব করি পথচলা, ঘুমে জড়িয়ে সৃজনশীল প্রেম শিহরন। মায়াময় আঙুলের হস্তলিপি প্রতীক্ষা-উৎকীর্ণ বারবার, ফুলের কলি হ'য়ে - তোমার জন্য লিখি অবিরাম মধুর জয়মালা; নবরূপে আলিঙ্গন বাহুতে নবীন আর প্রবীন। সৃজন ভালোবাসা - বাহুডোরে বাঁধা অশ্রু টলটল দুটি নয়ন, ফুটন্ত গোলাপ উদ্যানে অবয়বগত জনসভা - আমি সেই জনসভার শ্রেষ্ঠ শ্রোতা ; অবশিষ্টাংশ বিষয় তোমার - চুল,নাক, ঠোঁট, মুখ, মসৃণ মায়া।।

২। মুখবন্ধে ভালোবাসা

চিরদিবস প্রেম যৌবন মান অবশেষে নিত্যনতুন পরিভাষা ফুলচন্দন নিবিড় পরিচর্যা সমুদ্র ঢেউ দেখা - অশান্ত ললিত বাণী, যুগে যুগে এইরূপ সুরের মূর্ছনায় চলে! তোমার আবক্ষ ভাস্কর্য হৃদয় শান্তি সমীকরণ শর্ত তোমার সানিধ্য প্রস্ফুটিত বৃত্ত ব্রতী আমি।। নীল রঙের ছোঁয়া মস্ত মালার পরমানন্দ হৃদয়চিত্তে সংজ্ঞা - বকুল অথবা হাস্নাহেনা অজস্র ধারা......... তুমি এক খন্ড চিত্র এঁকেছো মনোমুগ্ধকর মায়া নবরূপে আলিঙ্গন, ছোট্ট ক'টা লাইন - বিচিত্র দৃশ্যের ঘটনা! কালির শিশিতে কলমে মননশীল প্রেম গল্প - একরাশ শিল্প ; অসীম সীমান্ত ঘেঁষে, ছন্দ নৃত্য মগ্ন হৃদয়ে উত্তাল কাব্য, গুপ্ত রূপ লাবন্য ঘুরে বজ্রাসন মুখবন্ধে ভালোবাসা।।

৩। জাগ্রত শান্তি - চিরায়ত সংগ্রাম

কথা বন্য প্রাণী- নিস্তব্ধতা বিদীর্ণ, তৃষ্ণার মারণসম দোটানা সংশয় ; বেড়াজালে বাঁধে-শাঁখাসিঁদুর রোদচশমা চোখে ভালোবাসা! অকুতোভয় উক্তি - মানসী ষষ্ঠ ইন্দ্রিয়, ছোঁয়া লাগুক তোমার ; আগামী দিনের নির্বাচিত গুনীমান্যি নাম। ঢেঁড়স না পটল - মাছ না মুরগী যেবা রঙিন শ্বেতপদ্ম ম্রিয়মাণ।। ত্রিরত্ন, তিন পুরুষ, স্বচ্ছতা নীতিনৈতিকতা ধারাবাহিকতা খোঁজো, মিলবে সৌম্য, স্বস্তির নিশ্বাস, ঐক্যবদ্ধ স্বত্বা জাগ্রত শান্তি - চিরায়ত সংগ্রাম।।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register