হি হি হাসির ঝর্না তলায় একটি আকাট বহুব্রীহি হি হি করে হেসে উঠল।
বহুব্রীহি 'এক' হয় নাকি, সে তো একের মধ্যে বহু, বহুর মধ্যে এক।
বহুব্রীহি শুনে ঘাস চিবোতে ব্যস্ত গাধাটি হি হি করে ডেকে উঠল নাকি কেঁদে ফেলল।
গাধাদের হাসি ও কান্নার তফাৎ বুঝতে গেলে শক্তিশালী মাইক্রোস্কোপ চাই। অবশ্য গাধাটি ঠিক ঠিক গাধা ছিল কিনা জানিনা।
ঘোড়াও হতে পারে। চিহি চিহি আওয়াজের সঙ্গে ঘোড়ার ডাকের
অনেকটাই মিল আছে।
0 Comments.