Thu 18 September 2025
Cluster Coding Blog

।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় বদরুদ্দোজা শেখু

maro news
।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় বদরুদ্দোজা শেখু

নতুন প্রেমের

প্রেমের কথা আর ব'লো না, নতুন প্রেমের অমোঘ নেশা জীবন যৌবন শেষ হ'য়ে যায়, শেষ হয়না তার অন্বেষা-- যত্তো দোষ ওই কদমতলায়, কেনই-বা পাই দেবীর দেখা ? পরাণ-পাখি উথলে' উঠে -- যা আছে হবে ভাগ্যে লেখা ! কাব্য লেখি স্বপ্ন দেখি হৃদয় সেঁকি অন্যমনে ক্ষণেক্ষণে ভাবনাগুলো রঙ পাল্টায় অকারণে , বন-বাদাড়ে নদীর পাড়ে শপিং মলে নৌকা-হৃদয় দাঁড় বেয়ে যায় অবুঝ অলস ইচ্ছে মতন অকুতোভয় জয় চাই জয়, অভয় শোনায় বিশ্বাস ও বিনয় মোহ অহরহ, এতেই আছে অবোধ প্রণয় আর বিরহ, সন্দেহ আর সংশয় সব দুলতে থাকে মানস-পটে নতুন প্রেমের ইচ্ছেগুলো অনবরত চলকে' ওঠে হৃদয়-তটে, মধুর বটে, উন্মাদনার ঢেউ-তরঙ্গ, বয়স তখন নস্যি , শুভ সম্ভাবনায় অন্তরঙ্গ !! সঙ্গ-সুধায় চলকে' উঠে আশার আতপ পূজা মন্ডপ কাশফুল আর ঢাকের বাদ্যি নিত্য করি অন্তরে জপ সম্ভব অসম্ভবের স্বপ্ন উড়ে বেড়ায় ভুবন জুড়ে রাত-বিরেতের গল্প-গাছায় শীত-কুয়াশায় মেঘ-রোদ্দুরে রহস্যময় সেই যাপনা ভাব-ভাবনার কল্পনালোক কখন যেন সব একাকার মায়াকানন ঋতুর কোরক !!

বামন প্রহর

শাড়ির কুঁচি ধরতে ব'লে ছড়ায় ছাতির আঁচল ছড়ায় জড়ায় সাজ-শরমের মূল্যবোধের কাজল, সামলানো দায় হামলানো সেই রহস্য সাতনরী সামনে দাঁড়ায় উড়াল-দেওয়া ডানা-কাটা পরী ; কখনো ভুলে জাপটে' ধরি কোমর-কুঁচির লতা কখনো ধেয়াই জনারণ্যে তারই অনন্যতা।
কথা এবং কথার কুসুম মনের ব্যাকুলতা মোড়ের মাথায় দাঁড়িয়ে থাকা অন্ধ বিদগ্ধতা বেলুনওয়ালার স্বপ্ন-ফেরি মেরী ক্রিসমাস মেরী, ইচ্ছা-তরুর চাঁদমারিতে ডানা-কাটা পরী রগড় করে, বেগার খাটায় ঘড়িঘন্টা-হারা, দাঁড়াই তবু আস্ত বেকুব একবগ্গা বেচারা রোখের মাথায় আজন্মকাল চালচুলোহীন হন্যে হা-হতোস্মি মস্তিপনায় ব্যস্ত জনারণ্যে । কন্যে তবু ডুমুরের ফুল সকাল দুপুর সন্ধ্যা--- দু'দণ্ড নয়, নতমস্তক বামন প্রহর বন্ধ্যা ।।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register