Thu 18 September 2025
Cluster Coding Blog

নির্বাচিত কবিতায় হরলাল রায় সাগর

maro news
নির্বাচিত কবিতায় হরলাল রায় সাগর

মৃত্যু গন্ধ

চাওয়া-পাওয়ার হিসাব মিলে না, তেমন। সেও তো নির্বাসিত হৃদয় ভারাক্রান্ত রুক্ষ -খোঁচা চুল-দাঁড়ি করি অসহায়ত্বে বসবাস, আামার আমিত্বে যেমন। চড়ে যৌবনের দুরন্ত বহরে, রঙিন- পাল টান টান জীবন ক্রন্দসী ফেকাশে মুখ, বদসুরৎ-বিভৎস! ভাবনার ঘণঝোপে নিরুদ্দেশ যাত্রার হাল সঙ্গিন। কল্পিত যৌবনের আল্পনায়, কতনা আঁকিবুঁকি- হৃদয়ের খাতায় স্মৃতির মরীচিকায় ভগ্ন হৃদয়, জীর্ণদেহ-মাংসশূণ্য কঙ্কাল! ব্যর্থ জীবনের কাঠগড়ায় মৃত্যু গন্ধ শুঁকি। মানবের মাঝে বাঁচার প্রত্যয়, আঁিক- অভিনব আঙ্গিকে সৃষ্টি - শিল্প অপাঙক্তেয় অভাজন-জীবন্ত লাশ! টলমল জীবনের পরাকাষ্ঠে-যোগবিয়োগ-শুভঙ্করের ফাঁকি।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register