সে জিতুক যার জিতবার কথা,
সে হারুক যার পরে জিতবার কথা
অথবা-
আগে জিতবার কথা ছিলো
জিতটা কমন-ফ্যাক্টর
ওতে বীরত্ব নেই। হ্যাঁ, একটু বাহাদুরি আছে বৈকি।
যেমন আমার বড় চুল দেখে কতজনে কত কী বলে
কিন্তু এটাই বাস্তব যে, তুমিও কেটো না বনানী বাড়বে
বাহাদুরি ওটুকুই। বাকি সবটা জেতা জেতা সবুজ সবুজ হার — হাড়।
0 Comments.