পুজোর সময় আমাদের সাজতেও হবে আবার গরমে যাতে মেকআপ নষ্ট না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে..
মেকআপ করার আগে মুখ ভালো করে ক্লিন করতে হবে তারপর কিছুক্ষন সময় ধরে বরফ দিতে হবে... তারপর মুখটা মুছে প্রাইমার লাগিয়ে হালকা কোনো ফাউন্ডেশন লাগানোর পর পাউডার দিয়ে সেট করে নিয়ে সেটিংস স্প্রে দিলেই মেকআপ ঘামে নষ্ট হবার হাত থেকে মুক্তি.. এর পর চোখে কাজল আর হালকা লিপস্টিক ব্যাস হয়ে গেলো পুজোর দিনেরবেলায় হালকা সাজ...
0 Comments.