T3 || কবিতা দিবস || 26য় পীযূষ কান্তি সরকার
অস্তাচলে কবি শঙ্খ
শরৎ মেঘের ফাঁকে
ভালোবাসার ডাকে
রবিঠাকুরের পেয়েছিলেন দেখা।
বদলে সব অঙ্ক
চলে গেলেন শঙ্খ
কোভিডের পাতায় হল লেখা।
শঙ্খের শঙ্খনাদ
সামাজিক প্রতিবাদ
'জ্ঞানপীঠ' তাই তো দিল ধরা।
বজ্র লেখনী তাঁর
থেমে যে গেল এবার
বৈশাখেই নেমে এলো 'খরা'।
0 Comments.