Thu 18 September 2025
Cluster Coding Blog

মানব সংগ্রামের কথা কই কবিতায় মানিক বৈরাগী

maro news
মানব সংগ্রামের কথা কই কবিতায় মানিক বৈরাগী

ছাপোষা জীবন

কষ্টের বাজারে মোড়ে অলিতে গলিতে অন্ধকার ছায়ায় আগে পিছে অনুসরক ঘাপটি মেরে বসে থাকে, সিগারেট ফুঁকে উৎ পেতে থাকে অভিযোজিত হন্তারক হঠাৎ জ্বলে ওঠে রঙিন আলোর ইশারা উৎ পেতে থাকা নেকড়ে হামলে পড়ে পথিক পথ পায় না, ঘিরে থাকে হায়েনা
আলোয় তারা অভিজাত নেতার চ্যালা কেউ কেউ তাদের জন্মদাতা মা বাপ তারা আত্মীয়স্বজন গোষ্ঠী ভ্রাতা-ত্রাতা রাজনীতির খোলসে গোষ্ঠীবদ্ধতার খেলা হে স্বপ্নবাজ পিতার স্বপ্নমুখর তরুণ, শোনো, আদর্শ-নৈতিকতা সব কল্পনা কল্পনার নাম মুক্তিযুদ্ধ মুজিব চেতনা হে যুবক, অলিক আদর্শ চেতনা জংধরা  মুক্তিযুদ্ধ মনে মনে লেখো বুকের অলিন্দে রাখো কথা বলো না, করো না  প্রকাশ পত্রিকায় তোমার আছে টান, পিছুটান স্ত্রী-সন্তান তাদের নিয়ে ছাপোষা জীবন পার করো পাবে বেদনা মথিত অপার শান্তি।

আমি মানুষ, দাস না

হাসপাতালের বেড়ে ব্যাথাতুর দেহ সচল মস্তিষ্ক নিয়ে যায় ব্যাবিলনে শামসেত তাবরেজি কে মনে পড়ে বার বার মনে পড়ে রুমির জীবন, একাকিত্বের কথা রুমি ও চরম নি:সঙ্গ ছিল, গড্ডালিকা  সমাজ প্রিয় পুত্রকে রেখেছিল দখলে।
আহ বিধির কি নিয়ম গুরু হত্যার সাথে রুমির সন্তান জড়িত কি চরম বেদনায় ব্যাথাতুর মন অমন কঠিন সিদ্ধান্ত নিতে প্রোটন পরিমানও  দ্বিধান্নিত নয় কবির হৃদয় আত্মজার প্রয়ানে টলেনি রুমি পড়েনি নামাজে জানাজা। শামসেত তাবরেজি শামসেত তারেজি ইশকে আসেকি জপ করে করে দিল ফানা একা একা বসরা কি বুঝেছিল কি? কেন অমন প্রেম দিওয়ানা। সেই দুই হাজার পুর্বের কথা,গ্রীসে বসত করতো সক্রাতাস নামে এক জ্ঞ্যানের মাস্তানা সাগরেদ আর ভক্তকুলে ভরা চার দিক গুরু গুরু করে  লভিত জ্ঞ্যান আর সুর সুধা। বিবেকে যা বুঝতেন তাই দিতেন বয়ান হটাৎ একদিন ফ্যাসাদ  হলো রাজার সনে শুরু হলো বিচার সভা,বিচারে গুরু পেলেন রাজ দন্ড সক্রাতাস সত্য বিবেকে অবিচল থেকে মেনেনিলেন রায়। অত:পর দ্বিধাহিন চিত্তে অমিয় হেমলক  ডগডগে পানে পেলেন অমৃতর স্বাদ। সভাসদ শাগরেদ সুধাইলো তারে জীবন বাঁচাতে গুরু,করেন  দফা রফা গুরু দৃঢ় চিত্তে বলেন আমি সত্য আমার বিবেক সত্য ক'টাদিন বাঁচার জন্যে চির সাধনা নিমিষেই বিনাশ করতে নাই। এই আমি, আমি ও তাই বিবেক ও আবেগ মানুষ কে প্রবিত্র রাখে বুদ্ধি সর্বস্ব মানুষের অর্থ বিত্ত ক্ষমতা সাময়িক জস খ্যাতি দেয় এনে কিন্তু মনুষ্যত্বের বিজয় আসেনা। আমি মানুষ রাজনীতি ক্ষমতা মোহ খ্যাতির দাস না। ৮মার্চ০১৮ সদর হাসপাতাল,কক্সবাজার।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register