Thu 18 September 2025
Cluster Coding Blog

কবিতায় পদ্মা-যমুনা তে আব্দুল বাকী (গুচ্ছ কবিতা)

maro news
কবিতায় পদ্মা-যমুনা তে আব্দুল বাকী (গুচ্ছ কবিতা)

১|

উরু রঙ যুবকের মন জিন্স প্যান্ট খোলা
চাঁদ কুম্ভ বিকেল দুই হাত পঙক্তির কবিতা আজ থাক তোলা,,,

২|

ইসিজি যন্ত্রের হার্ডবিট বেড়ে গেলো
রূপের সেন্সরে আটকে আছে রিলিজ,,,,
দেবী তোমার কালো রঙ দেখাও
উরু রঙ যুবকের তিলে ফ্রক খোলা চাঁদ হাঁটু গেঁড়ে গল্প বলে ষোড়শী তোমার গিঁড়ো আঁটা ফাইলের দৌরাত্ম্য আর কতো বলো

৩|

কোলবালিশে রাত গুঁজে রাখি কুমারী ভোর গান গায় খোঁপায় ওর কাঠফুল
বনস্পতি সোহাগ মনমৈথুন সারাবেলা উ,,,আ স্বরবর্ণে বোবা এই গাঙচিল

৪|

ওর জরায়ুর ভেতর দিয়ে ও নিজেই বেড়িয়ে পড়ছে বউ হাসছে মেরে ফেলা হাঁসের ওমলেট হাতে
অমরত্ব আমার এই ভোরে পুরো হাঁসের প্রজন্ম খেয়ে আয়ুর মেদ বাড়ছে কীনা জানি না।
বউ বলছে তরতাজা ঘাসের রসও মেরে দিতে হবে গেলাসে গেলাসে, আমি এখন গাভীর স্তনে মুখ লাগিয়ে পান করছি আয়ুষ্মান পৃথিবী

৫|

পাশাপাশি দুটি নগ্ন সুঢৌল পাহাড় আমি নাটাই হাতের সুতোকাটা ঘুড়ি? না। মাটিতে বিলি আকঁড়ে উপড়ে ওঠছি,,,,
সচকিত ধপাস এ হে,,, সমুদ্রে ছটকে পড়ে একমুহূর্তে অতলে মৃত
সেই থেকে আর পাহাড়ে ওঠি না এখন পাহাড় বেয়ে ঝরে পড়া ঝরণার শর পান করি

৬|

জিপারে আটকে আছে আঙুল শুষ্ক জমিনে সম্পর্কের চাই সেচপ্রকল্প
অঙ্কুরিত সবুজের তৃণভূমি চাই সহস্র আরও,,,আরও,,,
রক্তাক্ত আর না দেখি একটিও হরিণ শাবক
তাবু গেঁড়ে শিকারি চোখ লুফে নিলেই ভূমিষ্ঠ কচি ভোর চোখ মেলে স্বর্গপাড়ের সিনেমাওয়ালা রাজপুত্রের হেসে উঠবে বাঁশিতে সুর হাইতোলার আগে
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register