“বিভূতির পথে অপুর সাথে” চাঁদের পাহাড় কাব্যে বাহারে নীলাদ্রি দেব
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
নাম প্রকাশে অনিচ্ছুক কারো নোটপ্যাড থেকে
এক.
ছোট্ট একটি আলপথের নাম মিসি
মিসির আলি পরিচিত কোন লোক
আমি অন্য কেউ
কিন্তু, কেন বললাম কথাগুলো, জানি না
হয়তো জানি
মায়া. অদ্ভুত এক মায়া
এর কুয়াশা থেকে মেঘ সরে গেলে
সবটাই নষ্ট মনে হয়
কিন্তু এতসব ভেবে কী হয়
আটকেই তো থাকে সব
আত্মা. আলো. আরও কিছু
উল্টো স্রোত এতটা সহজ নয়
যতটা জীবন
তবু কী চাই, জানতে জানতে অনন্ত গান বেজে যাবে
ভেজা বালিতে আঙুল ডুবে এলে
সোয়েটার থেকে উঠে আসবে আস্ত উলের পাহাড়