ক্যাফে কাব্যে গৌতম তালুকদার by TechTouch Talk · Published July 24, 2021 · Updated July 24, 2021 শব্দচারণি কবিতায় আমি কবিতায় তুমি কবিতা সারা বিশ্বময়। ওগো শব্দচারণি; বেঁধেছো কতো শত শত শব্দ চয়নে তবু কি আমি শব্দের ভাষায় কবিতারে বুঝতে পারি ! নাকি বুঝতে পারি তোমাকে আমাকে তবু কবিতারে কেন এত ভালোবাসি। জানি তুমি কবিতার জগৎতে নব জাগরণ নীল আকাশে সন্ধ্যা তারার বাতি কি নেশায় বাঁধলে আমায় শুধু চেয়ে চেয়ে দেখি।Spread the love