কবিতায় বলরুমে সুজিত চট্টোপাধ্যায়

খেলাঘর

একলা তুমি একলা আমি
একলা আকাশ বৃষ্টি ,
একলা নদী একলা পাহাড়
একলা আদিম সৃষ্টি ।

একলা আসা একলা যাওয়া
একলা কুজন কান্না ,
দুজন সুখী দুজন দুখী
সুজন হীরা পান্না ।

Spread the love

You may also like...

error: Content is protected !!