|| সিদ্ধিদাতা বিনায়ক || লিখেছেন কুণাল রায়
পুরাণকালে ছিল এক কথা,
পার্বতীর দেহ হতে
জন্ম নিল এক শিশু,
নাম তাঁর বিনায়ক।
মাতৃনির্দেশ পালন করতে
হলে তুমি বদ্ধপরিকর,
পরাভূত করলে সকল
দেব দেবীকে।
কিন্তু মহাদেবের ত্রিশূলের আঘাতে
শিরচ্ছেদ হল তোমার।
পরাশক্তি হলেন কুপিত
সংকট উপস্থিত,
সকলের প্রার্থনায়
ফিরে পেলে প্রাণ,
সকল অহংকারের হল অবসান,
হয়ে উঠলে গজানন
সর্ব সিদ্ধিদাতা!
সেই প্রথম পূজ্য তুমি,
নেমে এলে এই ধরণীতে,
ভক্তের কল্যাণ সাধনে,
মুছে দিতে সকল আঁধার,
প্রজ্জ্বলিত করতে দশদিক।
ফুল, মালা , নৈবেদ্য,
ধুপ প্রদীপের মাঝে
সূচিত হল পুজোর কোলাহল,
আনন্দে, উল্লাসে ভাসল এই ভূবন!!