গুচ্ছকবিতায় প্রভাত মণ্ডল

বৈশাখি অধিবাস

হে বৈশাখ তব শঙ্খধ্বনি
উঠিছে বাজি নবরঙ্গে সাজি
পুরাতনের বলিদান
নুতনের কলতান
দাবদাহ ত্যাজি চৈত্রের অবসান আজি
আনিছে বহিয়া নুতনের বাণী ।
আজ আকাশে বাতাসে নব মধুমাস
শুকনো পাতা ভুমিতে লুটিয়া
খেলিছে নবরঙ্গে
ধূলি পঙ্ক সঙ্গে
শত শত পুষ্প মুকুল উঠিছে ফুটিয়া
কান পাতি শোনো ওই বৈশাখি অধিবাস ।

হে রুদ্র

হে রুদ্র, হে প্রলয় আজি নবাগত
তুমি মোর দ্বারে
এ পৃথিবী আবারো কাঁপুক
তব জটাজুট ভারে ।
আজি আঁধারেতে ভরা চারিদিক
নিশি ছাড়া নাহি দেখি দিবা
তব কণ্ঠের বিষে হোক বিনাশ
তাতে কে রহিবে না রহিবে কিবা ।
হে সারথি তব রুদ্র শঙ্খ বাজাও
ওই রশি ধরো মহাকাল রথের
আজি এ মানবের মাঝে
দেখা দাও এ ধরাতলে মহামানবের।
তুমি পারো না কি তব চক্রব্যূহে
বিনাশিতে অশুভের বাণী
এ পৃথিবী বিনাশিয়া কবে
নবরূপে জন্মিবে জানি ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।