Fri 19 September 2025
Cluster Coding Blog

মার্গে অনন্য সম্মান সুমিতা চৌধুরী (সেরা)

maro news
মার্গে অনন্য সম্মান সুমিতা চৌধুরী (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব - ১১০ বিষয় - শিশু দিবস/ কার্তিক পূজা

হে বীরপুঙ্গব

হে বীর সেনাপতি, দাও আজ সবারে আপন লড়াই লড়ার সাহস বল। রূপের আধারই নও তো তুমি , নেতৃত্ব দানে আছে তোমার সুনিপুণ কৌশল। সবাই আজ যেন বাহুবলী নেতা, নেই নেতৃত্ব দানের ক্ষমতা বা শিক্ষা। হে কার্তিকেয়, হে বীরপুঙ্গব, তোমার শিক্ষার মন্ত্রে দাও আজ দীক্ষা। মূর্খ আমরা মজি শুধুই তোমার রূপেতে, তোমারে না দিয়ে বীর সেনাপতির মান! আজও রেখেছি তোমায় দেবতার আসনের পিছনসারিতে, না দিয়ে তোমার যথার্থ মান ও স্থান! যুগ যুগ ধরে বহমান এক আচার, নয়তো শুধুই সে তো এক ঠাট্টারই পরিণাম। সন্তান রূপে সদা কাঙ্ক্ষিত তুমিই, জননীরা হোক রত্নগর্ভা,পূরণ করে সেই মনোস্কাম। এসো বীর শ্রেষ্ঠ, এসো হে সুন্দর, তোমার আসন পেতেছি আজ মনমন্দিরে। অর্পণ করো তোমার সাহস, শক্তি, সৌন্দর্য্য বোধ, চেতনে- মননে, তোমার শিক্ষায়, নাও সকলেরে গড়ে।।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register