Fri 19 September 2025
Cluster Coding Blog

মার্গে অনন্য সম্মান সুখেন্দু ঘোড়ই (সর্বোত্তম)

maro news
মার্গে অনন্য সম্মান সুখেন্দু ঘোড়ই (সর্বোত্তম)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব - ১০৮ বিষয় - দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ

স্বাধীনতা শ্বাস চিত্তরঞ্জন দাশ

"জীবন গড়িবার সময় ত্যাগের সময়, ভোগের নয়" বলেছিলে আইনজীবি স্বাধীনতা সংগ্রামী চিত্তরঞ্জন দাশ মহাশয়। ভুবনমোহন নিস্তারিনী কোলে জন্মনিলে মধ্যবিত্ত বৈদ্যব্রাহ্মণ পরিবার অল্পবয়সে দয়া ও দানে হৃদয় জুড়ে ছিলে সবাকার। শিক্ষা প্রেসিডেন্সি,মিডল টেম্পল থেকে ব্যারিস্টারী পাশ "জাতীয় স্বাতন্ত্র্যকে মর্যাদা দিতে হবে" ছিল বিশ্বাস। দেওয়ানী-ফৌজদারী উভয় আইনে ভীষণ দক্ষ ছিলে ঢাকা-দিল্লী-আলিপুর ষড়যন্ত্র মামলায় তুমি লড়িলে। গান্ধী অসহযোগ প্রত্যাহারে গড়িলে তুমি "স্বরাজ দল" মানুষের তব বিশ্বাস ছিল,স্বাধীনতায় পেয়েছে ফল। কলকাতা কর্পোরেশন নির্বাচনে জয়ী,বসিলে মেয়র পদে জনগণের সেবার কথা বোঝালে সকল সভ্য সভাসদে। আইনজীবি হিসাবে তোমার ছিল অঢেল অর্থ রোজগার জাত-ধর্ম-বর্ণ উর্ধে দুঃখীজনে দিলে উপহার। "বেঙ্গল প্যাক্ট" র প্রবক্তা তুমি সিআরদাশ সমধিক প্রচার দেশ দরদী দানবীর তুমি মতবাদ ছিল উদার। জন্মদিনে শ্রদ্ধা জানায় দেশের সকল মুসলমান হিন্দু সুভাষ বিধান যোগ্য শিষ্য, তুমিযে মহান "দেশবন্ধু "।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register