Fri 19 September 2025
Cluster Coding Blog

মার্গে অনন্য সম্মান শ্রীস্বদেশ সাধক সরকার (সেরার সেরা)

maro news
মার্গে অনন্য সম্মান শ্রীস্বদেশ সাধক সরকার (সেরার সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব - ১০৪ বিষয় - মুহুর্ত

আচমক

মুহূর্ত যেন এক পদধ্বনি যা জীবনকে শিখরের চরম সীমান্তে পৌঁছানোর দেয় আনন্দ আবার হঠাৎ তুষারঝড় বা পা হড়কে আনন্দ নিকেতনে ডেকে আনে ঘন অন্ধকার । এ এক যুগপৎ শুভাশুভ র চালচলন যা কেউ অনুভূতির মধ্যে এনেও ভুলে আপন খেয়ালে সব আপদ বিপদের কথা জেনেও সেই মুহুর্তকে আনে ডেকে । আমেরিকায় টুইন টাওয়ার মুহুর্তে সন্ত্রাসবাদীরা দিল গুঁড়িয়ে,মানুষকেও প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে জনমনে দিল ভয়,ভীতির বাতাবরণ । আবার নয়ডায় আইনি বিধান না মেনে তৈরী হল সে,মুহুর্তে বিচারের বাণীতে সে মুহুর্তে ধূলিসাত্ হয়ে ~এক নজির সৃষ্টি করল। মুহুর্তের এ খেলা এমন খেলা যার রেফারি থাকে না ~কিন্তু পরিতাপের এক মেঘমন্ডল তৈরী করে দেয় । মুহুর্তের ভুলে গোল হয়,প্রেমিক /প্রেমিকা আত্মহত্যা করে বসে । মুহুর্তের লীলাখেলা কোন বিজ্ঞান বা সাহিত্যের বিষয় হয়েও আগাম সম্ভাব্য ফলাফল যেমন বলতে পারে না আবার তা যাতে না ঘটে তার সুপারিশ দিলেও আবায় সে ঘটে~এখানেই মুহুর্তের আসল পরিচয় নিহিত । ঐ যে গাঁয়ের রাখাল যার পেটে ভাত নেই সে এক টাকার টিকিটে লটারিতে যেই কোটিপতি হল অমনি আনন্দে আহ্লাদে তাকে আর পায় কে~ কিন্তু অচিরেই সে টিকিট এক ধান্দাবাজের হাতে পড়ে মুহুর্তে সে আবার রাখাল বনে গেল । হঠাৎ বিশাল ক্ষমতা পেয়ে ধরাকে সড়া জ্ঞান করে সকলকে যখন হুমকি দিয়ে নিজেকে সবার উপরে ভেবে যা ইচ্ছা তাই করতে থাকে হঠাৎ তার উপর বিধির বিধান নেমে এলে মুহুর্তে সে কেমন ইদুঁর বনে যায়, এ ছবি, কেমন যেন মুহুর্তের মূল্যকে এক অমূল্য শিখরে তুলে দেয় । মুহুর্তের আগুন,মুহুর্তের শর্ট সার্কিট,মুহুর্তের মেঘভাঙ্গা বৃষ্টি, ভূমিকম্প ,ঘুর্ণি ঝড়,হড়পা বান সহ কত ঘটনা জগতে ঘটে যা আজও মানুষের কাছে এক মূল্যবান আলোচনার বিষয় ~ ট্রেনের ড্রাইভার বা যে কোন যানের চালকের ভুলে ঘটে যাওয়া দুর্ঘটনা আজও মনের মাঝে আলোচ্য বিষয় । দিন রাতের এই জীবন চরিতে মুহুর্ত মানুষের কাছে এক আচমকা সুখ ও দুঃখের জীবন তরী ,সে কখন ডুবে আর কখন ভাসে, কখন হাসে,কখন কাঁদে,কখন চলে,কখন হোঁচট খায়,কখন আলো আর কখন আঁধার~ তা মুহুর্ত ছাড়া আর কেউ জানে না। মুহুর্ত মানুষের এক ক্ষণিকের অতিথি,সুখ দুঃখ,কান্না হাসির বন্ধু বিশেষ ছাড়া আর কিছু নয় ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register