Thu 18 September 2025
Cluster Coding Blog

হৈচৈ কবিতায় ইমতিয়াজ কবির

maro news
হৈচৈ কবিতায় ইমতিয়াজ কবির

আমার "মা"

" মা " আমার "মা " তোমার নেই যে তুলনা ! কোন্ সে ভোরে উঠছো তুমি, কেউ তা জানে না । তোমা হতে হয় যে শুরু প্রভাত ফেরি গান, দশভূজা তোমার হাতেই সাফাই অভিযান। অন্নপূর্ণা তুমি - ই মাগো করো হরেক রকম রান্না সব - ই করো একা হাতে; সবার চাওয়া সাথে সাথে থামাও আমার কান্না ! তবুও তোমার মনের খবর কেউ তো রাখে না; একলা হলেই ঘরে কোণে অশ্রু - জলে নিজ - মনে কেউ তা শোনে না ! আমি মাগো সব - ই দেখি খুঁজতে গিয়ে তোমায়, কথা দিলাম বড় হয়ে জবাব নেব ঈশ্বর ও সবাই! আর ক - টা দিন সবুর কর আমিও বড়ো হই বিচার করে শাস্তি দেব ছাড়বো না কাউকেই ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register