Thu 18 September 2025
Cluster Coding Blog

T3 সাহিত্য মার্গ || ১৫০ তম উদযাপন || সংখ্যায় সুতপা পূততুণ্ড

maro news
T3 সাহিত্য মার্গ || ১৫০ তম উদযাপন || সংখ্যায় সুতপা পূততুণ্ড

রেডলাইট

থারে লুদাই বদ চলন ওউরত হ্যায়! সামঝা উস্কো বাহার না যায়! নেহিত মুঝসে বুরা খুছ নেহি হোগা! ভেতর থেকে বিহারির মা খুব চেঁচাচ্ছে,বিহারি অত পাত্তা না দিয়ে কাজে বেরিয়ে গেলো। বিহারির বাপ বাতি কোম্পানিতে কাজ করে, এ বছর অবসর নেবে। দুজনকেই টিফিন গুছিয়ে দেয় বহুরাণী। বিহারির বাপ দেশ থেকে পছন্দ করে নিয়ে এসেছিল,খুব প্যার করে বহু কে,সুখবন্দরের মনপসন্দ বহুরাণী। বিকেলে হঠাৎ বাড়িতে পুলিশ এসে হাজির! বিহারির বাপ,বিহারি তখনো বাড়ি ফেরেনি! ফুলমতি এই না দেখে কেঁদে ভাসাচ্ছে! চুপ কর! বদচলন অউরত! আজ তুহার জন্য কিছু ভি হয়ে থকবে! আমায় কুথা বলতে দে,দারুগা বাবুর সাথে। ঘোমটার আড়ালে কথা শুনে ফুলমতি বুঝে গেল,কিছু গড়বড় আছে! শ্বাশুড়ি মাথায় ঘোমটা দিয়ে দারোগা বাবুর সাথে থানায় চলে গেল! টাকার থলে ব্লাউজে গুঁজে। কিছুক্ষন পর সাথে বিহারি আর সুখবিন্দর কে নিয়ে ফিরে এলো। সেই রাত্রে ফুলমনির শ্বাশুড়ির মুখ বন্ধ! দুজনকেই শেওড়াফুলির রেডলাইট এরিয়ার থেকে পুলিশ তুলে নিয়ে গিয়েছিল!
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register