Thu 18 September 2025
Cluster Coding Blog

T3 সাহিত্য মার্গ || ১৫০ তম উদযাপন || সংখ্যায় মিসবাহ সিদ্দিকি

maro news
T3 সাহিত্য মার্গ || ১৫০ তম উদযাপন || সংখ্যায় মিসবাহ সিদ্দিকি

অনুসুচনা

আমার যতো অনুসুচনা' শুধু তোমাকে নিয়ে' -------- আমার যতো এলো মেলো ভাবনা শুধু তোমাকে ঘিরে । তুমি হৃদয়ের শিরায় উপশিরায়' প্রতি শ্বাস-প্রশ্বাসে' ----- শয়নে-স্বপনে' আজও খুঁজি হায়-- না পাওয়ার চিন্তা অন্তরে করে অবিচলিত খেলা । ------ এই হৃদয়স্পর্শী চাওয়া' তুমিটা কে তাহাঁ আজও জানিনে ' তাই বসে থাকি ঠায় নক্ষত্রের রাতে আঁকাসের পানে , ----পাগলা হাওয়ায়' ঝরু বৃষ্টিতে' নগ্ন পায়ে শিতের শিশির ভেজা ঘাসে- তোমায় উপলব্দি করতে পাই' ' এই টুকুই কি যথেষ্ট ? ----আশাতেই কিন্তু ভালবাসার চিন্তাটুকু মস্তিষ্কে উদিত হইয়াই- একেবারে হৃদয়ের অন্তঃস্থান অধিকার করিয়া বসে। ---- তাহা যখনই মনে উদয় হয়' অন্তরে ব্যথা লাগে' হৃৎপিণ্ডে আঘাত হয়। হৃদয়তন্ত্রী বেহাগ-রাগে বাজিয়া উঠে। ---- কারণ এই চিন্তার মধ্যে আশা' ভরসা' নিরাশা' সকলই রহিয়াছে। তুমি আসিবে কোন এক নক্ষত্রের রাতে' তারুকার ভেসে' ----কোন এক স্রাবণের বৃষ্টিতে ভিজে' ঝরু হাওয়ায় বারান্দায়- সগৌরবে জানান দিবে তোমার অস্তিত্ব,। ----আমি অবিরাম চলছি ঝর জঞ্ঝাট পাহাড় পর্বত পেড়িয়ে আমি খুব ক্লান্ত পরিশ্রান্ত’- 'তব আশা রাখি তুমি আসিবে কোন এক ক্লান্ত রুদেলা দুপুরে আচলের ছায়ায় দুদণ্ড প্রশান্তি দিতে |
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register