Thu 18 September 2025
Cluster Coding Blog

ক্যাফে কাব্যে বিজুরিকা (ঝিমলি)

maro news
ক্যাফে কাব্যে বিজুরিকা (ঝিমলি)

নির্লজ্জ

আমি নির্লজ্জের চরমসীমায় থাকি , জাহান্নামের শীর্ষেতে পা রাখি । অসহ্যকর উপস্থিতি আমার - জ্বালিয়ে-পুড়িয়ে সবকিছু করি ছারখার ! পাপী-তাপী, খারাপ, নোংরা, নিষ্ঠুর , কাঁদতে পারিনা, হাসতে শিখেছি শুধু ক্রুর ; মূল্যায়নে আমিই আমার শ্রেষ্ঠ , সবকিছু তাই আমার পদপিষ্ট । অভিশাপ যত পড়ছে ঝরে অনর্গল - সূরা জ্ঞানে পান করছি সে হলাহল । কিল, চড়, লাথি ? তোমরাই হবে ক্লান্ত , আমার 'খারাপ' হয় না পরিশ্রান্ত ; সহবৎ তাই বৃথাই শেখাও আমায় , অপচয় করো তোমরা নিজের সময় । আমি স্বেচ্ছাচারী ও অতি প্রত্যাশী জীব , কারোর ভাষণে হই নাকো কভু ক্লীব । কই মাছের জানের খানিক প্রকাশ - নির্লজ্জের হালকা হাসির আভাস । তাই দমিয়ে রাখার চেষ্টা যতই করো - দেখো যদি মারতে আমায় পারো ! তবে হে পৃথিবী, প্রয়োজনে কভু তোমার - এ নির্লজ্জ থাকবে কিন্তু আবার ।।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register