Thu 18 September 2025
Cluster Coding Blog

কবিতায় বলরুমে সুজাতা দে

maro news
কবিতায় বলরুমে সুজাতা দে ফার্স্ট লাভ তোর সাইকেল -ক্রিং ক্রিং বেল; বুক তোলপাড় ভুলচুক সব.. সেই তালগাছ- রূপমতী লাজ, চুল টানাটানি হাসি কলরব। ডাক পাড়া চিঠি- আছো নাকি মিঠি- ভুলভাল নামে এক ঠিকানায়, কারসাজি কার; জানি-নাকি আর,ভালোবাসা সুর, ঠিক চেনা যায়। চকোলেট ভেট; জিম করবেট, কামড়েতে গলে- আইসক্রিম ভুল... হুটোপুটি লুটে; ঘাড়ে পিঠে উঠে সুড়সুড়ি সুখে- খোঁজে কার দুল! ঘোর লাগা ঘোর; আলো ফোটা ভোর-মন-ফাগুনের পাশে হেম আঁকে। চোখে চোখে কথা; ভাষা পাড়ে কথা- খুশি অকারণ প্রিয় মন রাখে। ভালোবেসে খোঁটে, রূপ রঙে ফোটে- অবহেলা ফের - চুপিসাড়ে খুনি.. খোঁজে মুক্তি; কিছু যুক্তি- চোখ ঝাপসা, দু-বিনুনি। পড়া হল শেষ; মেলামেশা রেশ- কেরিয়ার চাপ-দূরে ঘুরে যায়। দুরদেশে পাড়ি-হল ছাড়াছাড়ি, তবু আজও মন; শুধু তাকে চায়। তুই ফার্স্ট লাভ; তোর আড়ি ভাব- সব ধরে রাখে মন-আয়না। ভোলা যায় সব-হাসি কলরব-সেই শুধু তোকে; ভোলা যায়না।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register