প্রবাসী মেলবন্ধনে ইমরান খান রাজ (বাংলাদেশ)
মাহে রমজান
বছর ঘুরে আবার এলো
মাহে রমজান
মুমিন মুসলমান হলো
খুশিতে অম্লান।
রহমত আর বরকতেরই
পাবে তুমি ছোঁয়া
নাজাত পেতে আল্লাহর কাছে
করে যাও দোয়া।
কারও দোয়া যায়-না বিফল
মহান আল্লাহর কাছে
তিনি মহান, অসীম দয়ালু
থাকে সবার পাশে।
0 Comments.