বড় বেশি ক্লান্ত লাগে
সুতোর লতানো ভার তাসের দেশের একপাশে জুড়ে দেয় ডেনড্রাইট
গোলাম বাদীর সাথে আটকে যায় দক্ষ প্রজাপতি
প্রজাপালনের কাজে হেতালের লাঠি জেগে থাকে
তবু ক্লান্তি ক্ষমা কারো বলে গেয়ে উঠতে
পারিনি কখনো, চারিদিকের সমুদ্র সফেন
ধার করি জীবনানন্দ নাটোর আর বনলতা সেন I
0 Comments.