আমাদের জন্য তৈরী করেছিলেন অবৈতনিক ইস্কুল দাতব্য চিকিৎসালয়, ছাত্রাবাস।
একদিন আমাদের গ্রাম আদর্শ গ্রাম হবে।
আমাদের দেশ আদর্শ দেশ হবে।
আমাদের ছেলেরা আদর্শ ছেলে হবে।
কিছুই হয়নি। আপনার বীরসিংহের ভগবতী ইস্কুল ধুঁকছে।
ছাত্রাবাস,ছিটেবেড়ার দেওয়াল ভেঙে পড়ছে মাথায়
আমাদের গ্রাম আদর্শ চোলাই প্রস্তুত করে
আমাদের দেশ আদর্শ দেশ হচ্ছে
আমাদের ছেলেরা আদর্শ ছেলে হবে...
২| আত্মকথা
আজকাল নিজের সামনে নিজেকে দাঁড় করালে
প্রতিচ্ছবি কেঁপে ওঠে
নিজের বাবা-মা কে আজ
আম্লান জেঠু কিংবা সুভদ্রা কাকীমার মতো মনে হয়
রাত্রি গাঢ় হলে নিজের ছোট্ট বোনটিও
ঋতুমতী হয়ে যায়...
0 Comments.