কেউ এই পুরোনো চামড়াটাকে আপন করতে পারেনি
"আমার" বলে অলিখিত বন্ধনেও জড়ায়নি কেউ
কবিতা!!!
আমি শুধু ভিলেন হতে জানি
নিজেকে নিয়েই ভাবছি আজকাল।
একপাত্তর প্রেম শুধু আমাকেই দেবো
তুমি যাকে অধিকার বলো তা আামার বিলাস
তুমি যাকে নরক বলো
আমার কাছে কর্মবন্ধনে মোড়া রাস্তা।
রাস্তা না পেরোলে মুক্তি কোথায়!
আসলে সবটাই আমার
সবটুকুই
তুমি শুধু বিভেদে বিবাদ করে মরো।
এই আমিটা এবং প্রেম,
মায়া কিংবা মৃত্যু...
0 Comments.