Thu 18 September 2025
Cluster Coding Blog

মার্গে অনন্য সম্মান উজ্জ্বল দত্ত চৌধূরী (সেরা)

maro news
মার্গে অনন্য সম্মান উজ্জ্বল দত্ত চৌধূরী (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার

পাক্ষিক প্রতিযোগিতা পর্ব - ১৫ বিষয় - নারী নির্যাতন তারিখ: ০৬/১০/২০২০

নারীর প্রতি

শরৎ সকালে মেঘে ভেসে আসে আগমনী সুর, মায়ের পায়েতে পড়ে আছে দেখি নিহত মহিষাসুর।
তাই দেখে আজ,করো উল্লাস,বধ অসুরেরা সব? ভাব মনে মনে ভয় নেই কোন ঘটেছে অসম্ভব।
মহিষের বেশে ছিল যে অসুর, পুরাণ সে কথা বলে, অসুরেরা আজ মানুষের বেশে মানুষের কথা বলে।
যদি করো ভুল, চিনতে অসুর, সময় নিরন্তর, জেনো তুমি নারী, অসুরেরা আজ ধর্ষণে বদ্ধপরিকর
আসছেন মা, ধরার ভূমিতে, শুক্লপক্ষ আশ্বিনে, নারী তুমি আজ, মা দূর্গা হও, প্রতিটা অসুর দলনে।
কত রক্ত ঝরাবে মাটিতে, কত অশ্রু রোদনে, অসুরদলনী হও নারী, পুনর্জন্ম হোক বোধনে।
এখনও যদি ঘুমন্ত হও, ঘুমে ঘুমে বলো কথা, অসুর রূপী মহিষ গুঁতোবে, নিশ্চিত এ বারতা।
ওঠো তুমি নারী, জাগো, করো সত্যের সাধন, অনাচারি যত মত্ত উন্মত্ত, দেখাও পেঁদিয়ে বৃন্দাবন।
তুমিই নারী, আদি ও অনাদি, প্রেমেতে মধুর বৃষ্টি, শুধু একবার দশভূজা হয়ে তোলপাড় করো সৃষ্টি।
ধর্ষক শুধু দাবার বোড়ে, সমাজে অধম সে, খুঁজে দেখো তুমি সেই হাত, যারা মত্ত সমাজ ধ্বংসে।
তাদের হাতেই মদের পেয়ালা, থেকে থেকে ছলকায়, বিভাজনে হাত করেছে সিদ্ধ, ডুবে ডুবে জল খায়।
জীবনের পথে চিনে নিতে হবে, উলঙ্গ মহারাজ, এগিয়েছো আজ অনেকটা তুমি, শুধু প্রজনন নয় কাজ।
নারী তুমি জেনো, এ সমাজে, ধর্ষক নয় একা, বিচারের নামে প্রহসনে তাদেরও পাবে দেখা।
ধর্ষক সেতো কামাতুর, সমাজের বুকে এক অন্ধকার, তারা কারা, বিচারের নামে ধর্ষণ করছে বারংবার।
অর্ধনগ্ন নারী দেহ যারা দেখায় বিজ্ঞাপনে, তারাও সমান দোষী, সায় দিয়ে যায় ধর্ষণে।
আর কতোকাল বলো তুমি রবে নিশ্চুপ, একবার তুমি চন্ডিকা হয় দেখাও করাল রূপ।
কুয়াশার জাল ছিঁড়ে ফেলো যা আছে অন্ধকারে, শুরু হোক পথ চলা কালপুরুষের তলোয়ারে।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register