তুমি রা কাড়া অন্তর
গোধূলি -ভগ্নাংশে
আমি তো হতামই
পান্থ জোনাকি
তবে কেন? তবে কেন?
জ্বলা নেভা
ছেঁড়া কোয়া শর্ত সীবনে
মেঘ আসে মেঘ সরেও যায়
মনে ও গুল্মনে
কিম্বা ডানা শব্দের একা'য়
একা'য়...
২। পাখি তুমি
তুমি রীতের গরিমা
তবু তোমার গননা সুমারি
তোমাকেই আশংকামধুতে
আটকে রাখে
এদিকে তো শীর্ণ কবি
তার তংকাও কি
কিছু কাজে দেবে
তার'চে চলো হে দিনতরী
মেরুনে মেরুনে চলো
এ জীবনের
চলিত পরমাণু, তিনকা
সবই জড়ো করি
যদি সম্ভব যদি
কেউ তো তুলিতে মেখে নেবে
কেউ তো ক্লিক রাখবে
বেদনচন্দনি !
0 Comments.