যদিও আলোকবর্ষের দূরত্ব!!!
তবুও,
যেটুকু ভাবে জড়িয়ে থাকতে পারি, ছুঁয়ে থাকা যায় যতটুকু সেটুুকুই রেখে দিই সযত্নে...
কিছু সম্পর্ক শুধুই ভরিয়ে দিয়ে যায়!
না থেকেও যে মানুষ হঠাৎ করে জানান দিয়ে যায় আছি এখনও এতো কিছুর পরেও,
তার ছোঁয়াচটুকু ন্যাপথলিন দিয়ে রেশমের মোড়কে মুড়ে রেখে দিই তোরঙ্গের ভিতর!!
যেতে দিই যদিও কেঁদেকেটে,চোখ ফুলিয়ে,ঠোঁট কামড়ে,তবুও যেতে দিই...
যেতে না দিলে ফিরে আসার অপেক্ষাটুকুও থাকে না যে...
0 Comments.