Thu 18 September 2025
Cluster Coding Blog

কবিতায় সুভাষ চক্রবর্তী

maro news
কবিতায় সুভাষ চক্রবর্তী

১। খুব দামী

নেবে তো নাও ইচ্ছে হলে দেখ স্পর্শ করে যত খুশি কথা বল , মুখে বন্ধনী পরে । নিঃশ্বাসের সব বিষ ছাঁকা হোক তাতে অশ্লীলতা রেখে এস কিছুটা তফাৎ এ । জড়িয়ে ধরতেও পার যেমন ধরে লতা পাতা তা যেন প্রকাশ করে উঠে দাঁড়ানোর সেই কথা । প্রেম তো হৃদয়ে থাকে একান্ত গোপনে সে তো প্রকাশ পায় প্রেমমই মনে । তখন শব্দ বোবা দৃষ্টি হাসি হাসি হৃদয়ে হৃদয় গিয়ে বলে ভালবাসি তোমার হৃদয় খানা আনি এ হৃদয় পৃথিবীর সব কিছু থেকে খুব দামী ।
 

২। জীবন্ত শব

যে নদী বইছে ধীরে ধীরে তাকে কি রাখতে পারে কেউ ধরে ? এখন কি ভাবার সময় ? তাদের পাশে থেকে সবাই আপন করে নিতে হয় । জানি বেঁচে গেলে ভুলে যাবে তারা তাদের বাঁচার পথে বাধা ছিল কারা । গালি দেবে ? তা দিলে দিক, তবু দুমুঠো ভাত খেয়ে শ্বাস যদি নিতে পারে নিক । আগে বাঁচুক পরে দেখা যাবে কে কোন রাস্তায় স্বেচ্ছায় হেঁটে চলে যাবে । কত তারা সইবে উপদ্রব দেখো কেউ যেন না হয় জীবন্ত শব ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register