কিশোরী তোমার ষোলো বয়সের কোনো একটা ছবি
তুলে রেখেছি আজো পোর্টাল প্রেমিকের ঘরে,
তোমার সংগেই দিয়েছি ছোট্ট চিরকুটটা, না কবির কবিতা।
হতাম যদি আমি
সহচর তোমার পীঠমর্দ লম্পট, তাহলে হতো উইং গ্লোবাল বেহায়াপনা কবিতার পঙক্তি।
তরুণ প্রজন্মের অনেকেই লুফে নিতো
তরুণীর খিলখিল।
আমারই ইচ্ছে করছে,
এমন একটা ছোট তিলক একে দেই
হঠাৎ করেই লেখা কবিতা।
সেটা আমার জন্য বেহায়াপনা,
ওআমার স্বপ্ন স্ন্যাকস ধন্যধান্য মিষ্টি কোনো কবিতা।
কবির কবিতা না চিরকুটটা
এখনো পর্যন্ত কোনো বাথরুম বা আংগিনা।
কথা বলে অথচ আমি রক্ত দিয়ে লিখেছি নীল খামে অভব্য চিরকুটটা,
অথচ আজো দেখি খিলখিল,
শুধু আমি নেই ষোলো বয়সের কিশোরটি।
0 Comments.