Fri 19 September 2025
Cluster Coding Blog

মার্গে অনন্য সম্মান রাজু কর্মকার (সেরা)

maro news
মার্গে অনন্য সম্মান রাজু কর্মকার (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার

পাক্ষিক প্রতিযোগিতা পর্ব - ৩৫ বিষয় - মাতৃভাষা

গর্বের বাংলা ভাষা

যার লাগি সখ্যতায় মন করে আনচান ! গর্বের সে বাংলা ভাষা, আমার অখণ্ড প্রাণ ! মিষ্টি মধুরতায় ভুবন মাঝে পঞ্চম তার স্থান "মোদের আশা,বাংলা ভাষা" মর্যাদায় অম্লান ।
মায়ের ভাষায় কথা বলার সে যে কী সুখ ! মাতৃ ভাষায় সাহিত্য, সিনেমা, গর্বে ভরা বুক বাংলা আমার অহংকার,বাংলা বিশ্বের মুখ ! এরই মাঝে পরিস্ফুট যত আনন্দ -দুখ !
রক্ষার্থে সেই বাংলা ভাষার অস্তিত্ব , সম্মান । রফিক-সালাম-বরকতেরা দিয়ে গেছেন প্রাণ ! কৃতজ্ঞ চিত্তে স্মরি, গাহি তাঁদের জয়গান ! আরো আছেন যাঁরা,রেখে গেছেন অবদান !
জাতধর্ম নির্বিশেষে কোরাস ধরেছে নর-নারী "আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি; আমি কী ভুলিতে পারি ! ! " বাংলার তরে প্রাণও হাজির, এসো শপথ নিই তারই !
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register