Women's Issue Feature Poem By অনিন্দিতা শাসমল
নারী দিবসের চিঠি
তোমার জন্য সারা আকাশ, মোম জোছনার হাসি,
তোমার জন্য চিরকুট লিখি--খুউব ভালোবাসি।
তোমার কাছেও এই কথাটি শুনতে চায় মন,
তোমার বুকে শান্তির ঘুম,ধন্য নারীজীবন।
বন্ধু হয়ে থাকলে পাশে-- আমি,আমি নির্ভয়..
সব বাধা পেরিয়ে ঠিক, বিশ্ব করবো জয়।
পলাশ ফোটা দশদিগন্তে,আঁচল উড়িয়ে দিই..
সারাবছর বসন্তদিন,মন দিয়ে মন ছুঁই..
0 Comments.