- 10
- 0
তোমার প্রেমের অতল শরীর
আজ ভালোবাসা অনেক দূর,
জানে শুধু
তোমার প্রেমের
বিমুগ্ধতা।
প্রেমিকেরা শুধু
তোমার প্রেমের
অন্ধকারকে ভালোবাসে।
তারা তোমার পৃথিবীর অন্ধকারে ভাসে।
সেই প্রেমের
অতল গভীর অন্ধকারে আমাকে
ডাকো যদি,
তবে সেখানেই জড়িয়ে
ধরব আমি
তোমার প্রেমের
অতল শরীর॥
0 Comments.