তোমার দেহে নবযৌবনের সঞ্চার যখন ঘটে
আমার বাসন্তী যৌবন হারিয়ে অকালে বুড়িয়ে মরে
স্পন্দন যেথায় ছন্দ তোলে চাঁদের স্নিগ্ধ আলো
আমার বাসন্তী কুঁকড়ে থাকে মানুষ হয়ে আজও !
তোমার আমার ফারাকটা বুঝি হবে না কোনদিন ছোট
তাইতো তোমার পলাশ ফুটলেও
আমার বাসন্তীর পলাশ আজও মৃত!