কবিতায় অন্তরা চ্যাটার্জী by TechTouch Talk · Published October 8, 2019 · Updated October 8, 2019 যদি ছুঁয়ে যেতে এখনো শহর জুড়ে চাঁদ-আলো খেলা করে মুঠো ভেঙে সুর তোলে শ্রাবণের বাতি এখনো আঁধার ভুলে মোমেরা রূপকথা বোনে আনাচে কানাচে ঢালা আলতা রঙের হাসি আর যত্নে সাজানো ঝিনুকের আদর। যদি ছুঁয়ে যেতে তবে মুছে যেতো বিষাদের সমীকরণ বাঁধা যেতো বৃষ্টির হাতেখড়ি যদি দেখে যেতে একবার… বুক ঘেঁষে বয়ে যেতো নরম পলকে আঁকা নক্ষত্র রঙের নদী।Spread the love
0 কবিতায়নে রজত সেন September 14, 2019 by TechTouch Talk · Published September 14, 2019 · Last modified September 13, 2019