কবিতায় গৌতম যশ

এসব কিছুই না—

এসব কিছুই না,
এই ঘরবাড়ি, বন্ধুবান্ধব , আত্মীয় স্বজন
কিচ্ছু না এই সব মান অভিমান, ভালোবাসা বিরহ
কিচ্ছু না এই যে তোমার আর আমার দূর অবস্থান
তারপর , বলো কেমন আছো ?
তোমার বাড়ির পথে বাঁশের সেতুটা ভালো আছে ?
আমি আর এই লেখাও অনেকটা দূরে ওই সেতুটা থেকে
এটাও কি কোনো ব্যাপার !
আসলে এক একটা ব্যাপার মানুষ যেভাবে নেয়
এই যেমন ধরো ঘটে যাওয়া ধর্ষন , এনকাউন্টার…
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।