প্রবাসী ছন্দে তপন কুমার তপু (বাংলাদেশ)

প্রেম ও প্রতিজ্ঞা

আগুনের স্বপ্ন গুলো দহনেরা দগ্ধ করে লেলিহান শিখা,
মনের অজান্তে ভালবাসারা
ও দগ্ধ হয় অবহেলার উৎসবে,
সব মন বিরহ সয়ে যায় মৃত্তিকার মত নিরবে নিরবে।
হৃদয়ে হৃদয়ে যে প্রেমের গোপনে একদিন হয়েছিল দেখা।।

ভালবাসি বলতে চায় না কেউ অহেতুক মিথ্যের সাথে বসবাস,
হৃদয়ে লুকিয়ে রাখে প্রেম
জেনে গেলে হবেই সর্বনাশ।
পবিত্র প্রেমেই জোড়াতালি
হৃদয় টা হয়নি কভু আকাশ,
বিবাহের বন্ধনে প্রেম আজও কেউ করেনি সে সত্যপ্রকাশ।।

অগ্নিকে স্বাক্ষী রেখে তবু ভুলে যায় বিগত প্রেমের শপথ,
প্রেমের মুকুল ঝরে যায় হারিয়ে যায় ভালবাসার ফুল,
যৌবনের জোয়ারে ভেসে ভেসে হারায় প্রেমের সে কুল।
তবুও সারাটি অন্তর জুড়ে হাসে সে প্রেমের আলোর প্রভাত।।

Spread the love

You may also like...

error: Content is protected !!