অণুগল্পে তুলসী কর্মকার

বিকেল কথা

দুরন্ত ট্রেন, গতিতে ছুটে ভাবনা। প্রেম… প্রেম… প্রেম… হাঁক দেয় মনওয়ালা। নেচে উঠে ফোন। ঘরে আছো? ঘরে আছো? পকেটে সুড়সুড়ি লাগে। ধুকপুক করে বুক। হৃদয়ে সাজানো তুবড়ি। আগুনের পরশ খুঁজে। সন্দেহ মন। কথার বয়স বাড়ে। সন্ধ্যার দুয়ারে ছায়ার সাথে লুকোচুরিতে চাঁদ। কালো লাল নীল ঢাকা মুখ। কলঙ্ক মেখে বাইরে। কিলবিল করে উন্মাদনা। কে? কেন? কারা? কি কি করল? বড্ড জানতে ইচ্ছে করে। অনুমান, ছায়া কায়া মিলে একাকার। হয়ে যায় নিয়ম। আবার আসবে ফিরে। কেবল বোঝাপোড়া। প্রেমজ দলিল। যাওয়া আসা স্রোত। সীমানা শেষ। এসেছিল যা, না পাওয়া গন্ধ। ভাঁজ তিল ছন্দ আনন্দ। না দেখা বাস্তব তাপ উত্তাপ। ঘুম ভাঙা ভোরে স্মৃতিকে চাবুক মারে। প্রদীপ শিখার রশদ হয়ে আজও দাওদাও করে জ্বলে। কখনও কষ্ট কখনও আমোদ। আহা শরীর, আশা আকাঙ্ক্ষা। থাক ওসব। মনছবি সুখ দুঃখে। মাঝে মাঝে ঘাড় নাড়ে। আমি ভালো আছি হে। ভালো থেকো। না পাওয়া আনন্দটুকু মেখে। পাওয়ার যন্ত্রণা হতে মুক্ত তুমি……….
Spread the love

You may also like...

error: Content is protected !!