কবিতায় বিক্রমজিত ঘোষ
হারজিত
হারজিত- জীবনে দুই- ই আছে
আছে আনন্দ – কোলাহল
আছে বিষন্ননতা
আছে স্বপ্নের বিহ্বলতা ।
জীবনে আকাশ- প্রদীপ
কখনও জ্বলজ্বল করে
কারণ কখনও মৃদুভাবে ফুটে থাকে-
জীবনের প্রেম- ভালোবাসা
জীবনকে আবৃত করে ।
কারো কারো জীবনে
কখনও শূন্যতা নেমে আসে
জীবনযুদ্ধের শেষ যুদ্ধে
তারা পরাস্ত হয়
কেউ কখনও জীবনপথে
আকুল- পাথার পরে।
জীবনের পথে ঝিনুক পরে থাকে
কুড়োতে হবে তাদেরকে –
যে যত বেশী কুড়বে
প্রথম- দ্বিতীয়- তৃতীয় তারাই ।
আকাশের রামধনুর সাতটা রং
জীবনপথের রং যে অনেক –
যে, যে পথে হাঁটে –
পথগুলোর রঙও সব আলাদা
জীবনের পথে এগোনো যেমন শক্ত, তেমনি সোজা ।